দীর্ঘদিন যাবৎ এক প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে দর্শনা পৌর ছাত্রদলের কর্মী মানিকের বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে এই সমস্যার সুরাহা না হওয়ায় মানিক তার দলবল নিয়ে ওই প্রতিবেশী বাড়িঘর ভাঙচুর করে। এই ঘটনার প্রেক্ষিতে উক্ত প্রতিবেশির বাড়ি ভাঙচুর ও মারামারির অভিযোগে পুলিশ ৫ জুলাই ২০২৫ (শনিবার) মানিককে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখে।
সন্ধ্যার দিকে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী থানায় গিয়ে মানিককে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু দায়িত্বরত ওসি মানিককে ছাড়েনি। এরপর রাতেই প্রায় দুই শতাধিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে। এরপর বি.এনপি নেতা (বুলেট) দীর্ঘ সময় ওসির সাথে থানায় একান্তভাবে বৈঠক করেন (উক্ত বৈঠকে কোনো সাংবাদিক ছিলনা)। এরপরি মুচলেকা নিয়ে মানিককে ছেড়ে দেয় পুলিশ।
🔻Political Rating:
- মামলার আসামীকে ছাড়িয়ে আনার উদ্দ্যেশ্যে থানা ঘেরাও করায় বি.এন.পি. = -1 point
- উক্ত ঘটনাকে অস্বীকার + মিথ্যা বক্তব্য দেওয়ায় বি.এনপি. = -1 point
- পুলিশ বাহিনী উক্ত ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে অপরাধীদেরদের দোষ ঢেকেছেন, পুলিশ বাহিনী = -1 point
News Source:
1st Video (The News bd)
Backup Video Link >>
বিশ্লেষণ: উপরোক্ত ভিডিওর ১:৪৭ মিনিটে সাংবাদিক জানতে চান, “এই মিছিলটা কেন?” এসময় লাল টি-শার্ট পরিহিত এক যুবক থানায় গ্রেফতাররত মানিকের কথা বলতে শুরু করেন। কিন্তু পাশে থাকা বিএনপির এক নেতা তাকে কথা বলতে বাধা দেন। সম্পূর্ণ ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উক্ত লাল টি-শার্ট পরিহিত যুবক মিসিলের আগ্রভাগে থেকে লিড দিয়েছেন। এছাড়াও তিনি বারবার থানার ওসিকে স্বৈরাচারের দোষর আক্ষা দিয়েছে।