BDJuly24.com ওয়েবসাইট July 14, 2025 তারিখে দেশের স্বার্থে খোলা হয়েছে। চলমান রাজনৈতিক আবহে জনগনের কাছে সকল রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করণের উদ্দ্যেশ্যে এই ওয়েব সাইটটি চালু করা হয়েছে।
সকল রাজনৈতিক দল এবং নেতৃবিন্দের নিকট BDJuly24.com কর্তৃপক্ষ সদা সর্বদা দায়বদ্ধ এই মর্মে যে, আমরা যে সকল তথ্য, ফটো, ভিডিও এবং বিভিন্ন পত্রিকা বা নিউজ চ্যানেলের প্রতিবেদন উৎস বা প্রমাণ হিসেবে ব্যাবহার করা হয়েছে তা ভূল (সঠিক নয়) মনে করলে অবশ্যই আমাদের ইমেইলে অথবা টেলিগ্রামে জানাবেন। যেকোনো অভিযোগ যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে।
আমাদের পরিচয় কি?
আমরা গুটিকয়েক সাধারণ জনতা। নিরাপত্তা এবং নিরপেক্ষতা বজায়ের উদ্দ্যেশ্যে আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করিনা। অস্পষ্ট বা মিথ্যা কোনো তথ্য / প্রমাণ আমরা গ্রহণ করিনা। অর্থাৎ কেবলমাত্র যেসকল তথ্য প্রথম সারির গণমাধ্যমে যথাযথ তথ্য বা ভিডিও চিত্র (প্রমাণ) সহকারে প্রকাশিত হয় এবং স্যোসেল মিডিয়ায় কোনো ব্যাক্তি, সংগঠন, রাজনৈতিক দল বা দলের প্রতিনিধি কর্তৃক প্রকাশিত অথবা আমাদের নিকট প্রেরণকৃত স্পষ্ট প্রমাণ (তথ্য/ ফটো/ ভিডিও ইত্যাদি) গ্রহণ করা হয়।
অতঃপর যথাযথ প্রমাণের ভিত্তিতে আমরা রাজনৈতিক দল বা নেতার প্রোফাইলে ঘটনাবলি লিপিবদ্ধ করি।
আমাদের নিকট আপনার কাছে থাকা যেকোনো ব্যাক্তি বা রাজনৈতিক দলের ভালোকাজ কিংবা খারাপ কাজের তথ্য প্রমাণসহ প্রেরণ করুন। আপনার প্রেরণকৃত তথ্য / প্রমাণ সঠিক হলে BDJuly24.com সাইটে সংযুক্ত করা হবে। আমাদের সাথে যোগাযোগ করতে ইমেইল করুন contact@bdjuly24.com
দল মত, ধর্ম, ভেদাভেদ ভুলে… সোনার বাংলা গড়ার লক্ষ্যে আসুন সবাই এক হয়ে কাজ করি।